20 C
Agartala

সাগর ধনখড় খুন মামলা — সুপ্রিম কোর্টে জামিন হারালেন সুশীল কুমার

Published:

সাগর ধনখড় খুন মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার। শীর্ষ আদালত দিল্লি হাই কোর্টের দেওয়া জামিনের নির্দেশ বাতিল করে তাঁকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।বুধবার বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ সুশীলের জামিন খারিজের রায় দেন। বিচারপতি করোল জানান, নিহত সাগরের বাবা অশোক ধনখড়ের করা আপিল গ্রহণ করা হয়েছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -