মাত্র তিন দিন আগে নতুন গাড়ি কিনেছেন আকাশদীপ। দিদি-বোনেদের সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে পোস্টও করেছিলেন তিনি। কিন্তু সোমবার হঠাৎই বিপদে পড়েছেন ভারতীয় পেসার। বিহার সরকার তাঁর কাছে নোটিশ পাঠিয়েছে। নোটিশে বলা হয়েছে, নির্দিষ্ট শর্তপূরণ না হওয়া পর্যন্ত গাড়ি রাস্তায় চালানো যাবে না। তা না মানলে গাড়ি বাজেয়াপ্ত করা হবে।গাড়িটি আকাশদীপ যে ডিলার থেকে কিনেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী এক মাসের জন্য নতুন কোনো গাড়ি বিক্রি করতে পারবে না ওই সংস্থা। জানা গেছে, আকাশদীপের গাড়ির রেজিস্ট্রেশন এখনও হয়নি এবং ‘হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট’ (এইচএসআরপি) লাগানো হয়নি। ডিলারকে ১৪ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।অতিরিক্তভাবে, গাড়ির পথকর বকেয়া রয়েছে বলে জানিয়েছে বিহার সরকার। রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালানো আইনত নিষিদ্ধ। তবে আকাশদীপ গাড়িটি ব্যবহার করেই চলেছেন। এই কারণেই তাঁকে গাড়ি চালানো বন্ধ রাখতে বলা হয়েছে। নির্দেশনা না মানলে সরকার গাড়ি বাজেয়াপ্তের পথে যেতে পারে।

