আবারও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করল এক পাকিস্তানি নাগরিক। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া সেক্টরে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর টহলদারির সময় ঘটনাটি নজরে আসে। সতর্কবার্তা সত্ত্বেও অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে গেলে বিএসএফকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পাল্টা জবাব দেয় বিএসএফ, এবং গুলিতে গুরুতর জখম হন ওই অনুপ্রবেশকারী। পরে বিএসএফের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।বিএসএফ সূত্রে জানা গেছে, ওই দিন একদল পাকিস্তানি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। তবে বিএসএফের বাধায় অধিকাংশই ফিরে যায়, কিন্তু একজন সীমান্তের ভেতরে ঢুকে পড়েন এবং গুলি চালান বলে অভিযোগ। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতেই তাঁর মৃত্যু হয়।

