20 C
Agartala

মার্কিন মানবাধিকার রিপোর্টে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের অবস্থা

Published:

প্রতি বছরের মতো এ বারও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। সেই তালিকায় স্থান পেয়েছে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ।রিপোর্টে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভারত সরকার কিছু বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিয়েছে বটে, তবে তা ছিল ‘ন্যূনতম’। মণিপুরের অশান্তি, জম্মু-কাশ্মীরে সন্ত্রাস, মাওবাদী কার্যকলাপ, পুলিশের এনকাউন্টার এবং সংবাদমাধ্যমের কণ্ঠরোধ—এসব বিষয়কে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।পাকিস্তানের ক্ষেত্রেও মন্তব্য করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ইসলামাবাদ “কখনও সখনও” পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপের মাত্রায় ভারত ও পাকিস্তানকে একই স্তরে রাখা হয়েছে।বাংলাদেশের পরিস্থিতি সামগ্রিকভাবে “স্থিতিশীল” বললেও কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।বিশ্বের নানা দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবছরই এই রিপোর্ট প্রকাশ করে মার্কিন প্রশাসন। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -