20 C
Agartala

শুল্কযুদ্ধ এড়িয়ে আরও ৯০ দিনের জন্য ছাড় আমেরিকা-চিনের

Published:

ফের এক দফা শুল্কযুদ্ধ এড়িয়ে গেল আমেরিকা ও চিন। বাণিজ্য আলোচনায় চূড়ান্ত সমঝোতার জন্য আরও সময় দিতে চায় দুই দেশই। এর অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চিনকে আরও ৯০ দিনের জন্য শুল্কছাড় দেওয়া হবে। ঘোষণার পর অনুরূপ পদক্ষেপে সম্মত হয়েছে বেজিংও—তারা আমেরিকার উপর ৯০ দিনের জন্য শুল্কছাড় দেবে।এর আগে গত ১২ মে, ৯০ দিনের জন্য শুল্ক সংঘাত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশ। তখনই একে অপরের উপর আরোপিত শুল্ক ১১৫ শতাংশ কমিয়ে আনা হয়। বর্তমানে চিনা বাজারে মার্কিন পণ্যে ১০ শতাংশ এবং মার্কিন বাজারে চিনা পণ্যে ৩০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। তবে সেই ‘সংঘর্ষবিরতি’র মেয়াদ শেষ হচ্ছে ১২ অগস্ট। তার আগেই ফের ৯০ দিনের জন্য সংঘাত এড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছেশুল্কসংঘাতের সূত্রপাত হয়েছিল গত এপ্রিল মাসে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প নতুন শুল্কনীতি ঘোষণা করেন। শুরুটা হয় ব্যথানাশক ওষুধ ফেন্টানাইলকে কেন্দ্র করে—যা মার্কিন বাজারে অবৈধভাবে প্রবেশ করছে বলে অভিযোগ তোলেন ট্রাম্প। এর জেরে চিনা পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়, যা পরবর্তীতে আরও বাড়ানো হয়। পাল্টা জবাব দেয় চিনও, দফায় দফায় দুই দেশই শুল্কের মাত্রা বাড়িয়ে দেয়—এক পর্যায়ে মার্কিন শুল্ক ১৪৫ শতাংশে পৌঁছয়, আর চিন বাড়ায় ১২৫ শতাংশে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -