20 C
Agartala

এশিয়া কাপের আগে ফিটনেস পরীক্ষায় হার্দিক, সূর্যকুমারেরও অনিশ্চয়তা

Published:

৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে ফিটনেস সমস্যা নিয়ে চিন্তায় ভারতীয় দল। কয়েক দিন আগে শ্রেয়স আয়ার ফিটনেস পরীক্ষা দিয়েছেন, এবার সেই তালিকায় নাম হার্দিক পাণ্ড্যের। একই সঙ্গে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিটনেস নিয়েও অনিশ্চয়তা রয়েছে।‘টাইমস অফ ইন্ডিয়া’-র খবর অনুযায়ী, আগামী ১১ ও ১২ আগস্ট বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেবেন হার্দিক। জুলাইয়ের মাঝামাঝি থেকে মুম্বইয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হার্দিকের। সাদা বলের ক্রিকেটে দলের নির্ভরযোগ্য অলরাউন্ডারকে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পুরো সুস্থ রাখতে তাড়াহুড়ো করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।অন্যদিকে, জুন মাসে জার্মানির মিউনিখে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমারের। এখনও পুরো সুস্থ না হওয়ায় তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই রয়েছেন। অন্তত আরও এক সপ্তাহ তাঁকে সেখানেই থাকতে হবে বলে জানা গেছে। জাতীয় অ্যাকাডেমির মেডিক্যাল টিম তাঁর সুস্থতার ওপর নিবিড় নজর রাখছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -