গাজায় সাংবাদিকদের উপর ইজরায়েলি সেনার হামলার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রবিবার রাতে গাজা সিটিতে সাংবাদিকদের একটি তাঁবু লক্ষ্য করে ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) হামলা চালায়। এতে আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হন।নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক আনাস আল-শরিফ, মহম্মদ ক্রেইকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া এবং মহম্মদ নৌফল। এক বিবৃতিতে আল জাজিরা তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।কর্তব্যরত সাংবাদিকদের উপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল।

