ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত অভিযোগ নিয়ে সোমবার দিল্লিতে নির্বাচন সদন ঘেরাও কর্মসূচি নিয়েছে বিরোধী দলগুলি। তার আগে কংগ্রেসের আবেদন মেনে তাদের সাক্ষাতের সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সংবাদ সংস্থা এএনআই জানায়, সোমবার দুপুর ১২টায় কংগ্রেসের সর্বোচ্চ ৩০ জন প্রতিনিধি কমিশনের সঙ্গে দেখা করবেন।কমিশনের সচিব অশ্বিনীকুমার মোহলের স্বাক্ষরিত চিঠিতে কংগ্রেস নেতা জয়রাম রমেশকে জানানো হয়েছে, রবিবার নির্বাচন সদনের সুকুমার সেন হলে সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। স্থানাভাবের কারণে সর্বাধিক ৩০ জনকে আসার অনুরোধ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই সাক্ষাতে এসআইআর প্রক্রিয়া, রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগ-সংক্রান্ত ‘প্রমাণ’সহ একাধিক বিষয় আলোচনায় থাকবে।অন্যদিকে, সোমবার সকাল ১১টায় বিরোধী শিবির লোকসভা ও রাজ্যসভা অচল করার প্রস্তুতি নিচ্ছে। এরপর সাড়ে ১১টায় সংসদের মকরদ্বারের সামনে প্রায় ২০০ সাংসদের জমায়েত হয়ে মিছিল করে নির্বাচন সদন পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে দিল্লি পুলিশ তাঁদের মিছিলের অনুমতি দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

