20 C
Agartala

বড়পর্দায় রোহিত শর্মা, মহেশ বাবুর জন্মদিনে দুই তারকাকে সম্মান ভক্তদের

Published:

গ্যালারি বা টিভি পর্দায় নয়—এ বার বড়পর্দায় দেখা গেল ভারতীয় একদিনের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে। শনিবার (৯ অগস্ট) মহেশ বাবুর ৫০তম জন্মদিন উপলক্ষে তাঁর ভক্তরা একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেন, যেখানে রোহিতের ভক্তরাও যুক্ত হন।দুই তারকাকে একসঙ্গে সম্মান জানাতে ভক্তরা তাঁদের কেরিয়ারের উল্লেখযোগ্য মুহূর্ত মিলিয়ে একটি বিশেষ ভিডিও তৈরি করেন। ভিডিওতে মহেশ বাবু ও রোহিতকে নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখানো হয়, তুলে ধরা হয় তাঁদের সাফল্য ও প্রত্যাবর্তনের কাহিনি। রোহিতের ক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয় এবং মহেশ বাবুর ক্ষেত্রে অভিনয়ে পুরস্কার জয়ের মুহূর্ত ভিডিওতে স্থান পায়।প্রেক্ষাগৃহে ভিডিও চলার সময় উন্মাদনায় মেতে ওঠেন ভক্তরা—উড়তে থাকে টাকা ও ফুল।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -