বিহারে কোনও ভোটারের নাম নোটিস না-দিয়ে বাদ দেওয়া হবে না—শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমন আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ভোটারকে নোটিস ধরানো হবে, যেখানে কারণ উল্লেখ থাকবে।কমিশনের হলফনামা অনুযায়ী, সাধারণ ন্যায়বিচারের নীতি মেনে নাম বাদ যাওয়া ভোটাররা কমিশনের কাছে নিজেদের বক্তব্য জানাতে ও প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন।চলতি বছর বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার আগে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) চালাচ্ছে কমিশন। ১ অগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। মামলাকারী সংস্থা এডিআর অভিযোগ করে, বাদ দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না এবং সব রাজনৈতিক দলকে পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হয়নি।আগামী ১২ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি উজ্জ্বল ভূঞা ও বিচারপতি এনকে সিংহের বেঞ্চে।

