18 C
Agartala

জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ

Published:

আবারও জিবি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের উপর হামলার অভিযোগ উঠল। জানা গেছে, সময়মতো চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলে রোগীর পরিবার জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. লিটন দাসের উপর প্রাণঘাতী হামলা চালায়। বর্তমানে তিনি ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে বিমানবন্দর সংলগ্ন নারায়ণপুর এলাকার বাসিন্দা বিমল সরকার বিষপান করার পর। পরিবারের লোকেরা তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ছিলেন ডা. লিটন দাস, ডা. অভিক দেব ও ডা. সান্তনু দাস। অভিযোগ, রোগীকে দেখতে দেরি হচ্ছে বলে তপন সরকার, বাপন সরকারসহ কয়েকজন ডা. লিটন দাসের উপর হামলা চালান।চিকিৎসকদের দাবি, চাপের মধ্যেও সময়মতো চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছিল এবং বিষপানের রোগী বিমল সরকারকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এই ঘটনায় চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -