20 C
Agartala

‘রক্তদান জীবন দান’—অরুণ উদয় সংঘের রক্তদান শিবিরে মন্ত্রী সুশান্ত চৌধুরী

Published:

‘রক্তদান জীবন দান’ স্লোগানকে সামনে রেখে আজ অরুণ উদয় সংঘের উদ্যোগে সাড়া জাগানো রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্লাবের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সার্বিক প্রয়োজনে আরও বেশি সংখ্যক মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -