20 C
Agartala

জাপান সাগরে রাশিয়া-চিনের যৌথ ডুবোজাহাজ-বিরোধী মহড়া, ভূরাজনৈতিক তাৎপর্য বৃদ্ধি

Published:

জাপান সাগরে যৌথ ডুবোজাহাজ-বিরোধী মহড়া শুরু করল রাশিয়া ও চিন। ১ থেকে ৫ অগস্ট চলা এই মহড়া পূর্বপরিকল্পিত হলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি ‘নির্দিষ্ট স্থানে’ পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের ঘোষণার পর এর গুরুত্ব বেড়েছে।রবিবার থেকে মহড়ার ব্যবহারিক অংশ শুরু হয়েছে। পর্যবেক্ষকদের মতে, এই মহড়া মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশেও একটি কৌশলগত বার্তা বহন করছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -