মৃত্যুই কি জীবনের চূড়ান্ত সমাপ্তি? জার্মানির এক সংস্থা জানাচ্ছে, তা নাও হতে পারে। বার্লিন-ভিত্তিক ‘টুমরো বায়ো’ মৃত্যুর পর মানবদেহ সংরক্ষণের সুযোগ দিচ্ছে, যাতে ভবিষ্যতের প্রযুক্তি দিয়ে হয়তো একদিন সেই দেহকে ফের ‘জীবিত’ করা সম্ভব হতে পারে।সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ক্যানসার গবেষক এমিল কেন্ডজ়িয়োরা বর্তমানে মৃতদেহ সংরক্ষণ নিয়ে কাজ করছেন। সংস্থাটি জানায়, মৃত্যুর পর নিখুঁতভাবে দেহ সংরক্ষণের জন্য খরচ হবে প্রায় ২ লক্ষ মার্কিন ডলার—ভারতীয় মুদ্রায় প্রায় ১.৭৪ কোটি টাকা।

