প্রায় ছয় শতাব্দী পর জেগে উঠল রাশিয়ার কামচাটকার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি। রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ ও বিজ্ঞানীদের একাংশের ধারণা, গত সপ্তাহে হওয়া ভূমিকম্পের ফলেই এই অগ্ন্যুৎপাত।কামচাটকা অগ্ন্যুৎপাত মোকাবিলা দলের প্রধান ওলগা গিরিনা জানান, ৬০০ বছর পরে এই প্রথমবার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত ঐতিহাসিকভাবে নিশ্চিত হয়েছে। তাঁর মতে, বুধবারের ভূমিকম্পের প্রভাবেই এটি ঘটতে পারে। ওই ভূমিকম্পের কারণে চিলে ও ফ্রেঞ্চ পলিনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।ভূমিকম্পের পর কামচাটকার সবচেয়ে সক্রিয় ক্লাইয়ুচেভস্কয় আগ্নেয়গিরিও অগ্ন্যুৎপাত শুরু করে। উল্লেখযোগ্যভাবে, কামচাটকায় একাধিক আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে কিছু এখনও সক্রিয়।

