20 C
Agartala

হেপাটাইটিস: লিভারের নীরব ঘাতক, বাড়াচ্ছে ক্যানসারের ঝুঁকি

Published:

বিশ্বজুড়ে হেপাটাইটিস নিয়ে উদ্বেগ বাড়ছে। লিভারের মারাত্মক অসুখগুলির মধ্যে অন্যতম এই ভাইরাস ঘটিত রোগ। অন্যান্য ভাইরাসজনিত রোগের তুলনায় হেপাটাইটিস অনেক বেশি ভয়ঙ্কর। একবার জীবাণু শরীরে প্রবেশ করলে, তা লিভারের মারাত্মক ক্ষতি না করে ছাড়ে না।গবেষকদের মতে, হেপাটাইটিস ভাইরাসের পাঁচটি ধরন রয়েছে—এ, বি, সি, ডি ও ই। প্রতিটির সংক্রমণের মাধ্যম আলাদা—কোনওটি দূষিত খাবার থেকে, কোনওটি দূষিত জল থেকে, আবার কোনওটি রক্ত, দেহরস বা আক্রান্তের ব্যবহৃত জিনিসপত্র থেকেও ছড়াতে পারে।এখন পর্যন্ত জানা ছিল, হেপাটাইটিস থেকে জন্ডিস বা লিভারের জটিল রোগ হতে পারে। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই পাঁচ ধরনের মধ্যে একটি ভাইরাস লিভারের ক্যানসারের জন্যও দায়ী। এই ভাইরাস লিভারে সেঁধোলে ক্যানসারের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।বিশেষজ্ঞদের পরামর্শ, হেপাটাইটিস প্রতিরোধে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা, টিকাকরণ ও দ্রুত চিকিৎসা গ্রহণই একমাত্র উপায়।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -