20 C
Agartala

ভারতে প্রথম ‘অটোনমাস রোবটিক সার্জারি’, চিকিৎসকের সাহায্য ছাড়াই করল অস্ত্রোপচার

Published:

দিল্লির এক হাসপাতালে ঘটে গেল চিকিৎসা বিজ্ঞানের এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো দেশে সফলভাবে সম্পন্ন হলো অটোনমাস রোবটিক সার্জারি, যেখানে অস্ত্রোপচারের বড় অংশ পরিচালিত হয়েছে চিকিৎসকের সরাসরি সাহায্য ছাড়াই।রোবটিক অ্যাসিস্টেড সার্জারিতে সাধারণত চিকিৎসক কম্পিউটার কন্ট্রোল ও জয়-স্টিক ব্যবহার করে রোবটকে পরিচালনা করেন। তবে এই নতুন প্রযুক্তিতে রোবট নিজেই রোগীকে পর্যবেক্ষণ করে, অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় এবং সূক্ষ্মভাবে ছুরি-কাঁচি চালায়।এই বিশেষ সার্জারিতে এক রোগীর হাঁটু প্রতিস্থাপন করা হয়, যার অন্তত ২০% কাজ সম্পূর্ণভাবে রোবট নিজেই করেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁদের দাবি, বিশ্বে এই ধরনের সার্জারির এটিই প্রথম উদাহরণ এবং ভবিষ্যতে জটিল অস্ত্রোপচারে এর ব্যবহার চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত খুলে দেবে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -