20 C
Agartala

ইংল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড়ে শুভমনেরা, টেস্ট ক্রিকেটে ভাঙল ভারতের ৪৫ বছরের রেকর্ড

Published:

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ টেস্টের সিরিজে ব্যাট হাতে ইতিহাস গড়ল শুভমন গিলের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল। সিরিজের ১০ ইনিংসে তারা মোট ৩৮০০ রান সংগ্রহ করেছে—যা ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক সিরিজে সর্বাধিক রান।এর আগে, ১৯৭৮-৭৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছয় টেস্টের সিরিজে ভারত করেছিল ৩২৭০ রান, যা এতদিন রেকর্ড ছিল। ৪৫ বছর পর সেই নজির ভেঙে দিল বর্তমান ভারতীয় দল।চলতি সিরিজে ভারতের ইনিংসভিত্তিক রান: ৪৭১, ৩৬৪, ৫৭৮, ৪২৭, ৩৮৭, ১৭০, ৩৫৮, ৪২৫, ২২৪ এবং ৩৯৬। ধারাবাহিক পারফরম্যান্সে রানের পাহাড় গড়ে দল লিখল নতুন সাফল্যের গল্প।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -