20 C
Agartala

ওভাল টেস্টে রোমাঞ্চের চরমে, সিদ্ধান্ত পঞ্চম দিনে

Published:

ওভাল টেস্টে চতুর্থ দিনের খেলা শেষে সমীকরণ দাঁড়াল—ইংল্যান্ডের জিততে দরকার আরও ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট। তৃতীয় দিনের শেষে এগিয়ে ছিল ভারত, চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতেও সেই ইঙ্গিত মিলেছিল। কিন্তু হ্যারি ব্রুক ও জো রুটের শতরানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের হাতে।চা-বিরতির পর দ্রুত জয় পেতে পারে ভেবেছিলেন বেন স্টোকসরা, কিন্তু ভারতের পেসাররা শেষ বিকেলে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনেন দলকে। নাটক জমে ওঠার মধ্যেই বৃষ্টিতে শেষ দেড় ঘণ্টার খেলা ভেস্তে যায়।এতে সুবিধা হয়েছে ভারতের। গোটা দিন বল করে ক্লান্ত পেসাররা সোমবার বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে নামবেন, পাশাপাশি মাত্র তিন ওভার পরই হাতে আসবে দ্বিতীয় নতুন বল, যা কাজে লাগাতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ ও আকাশদীপ।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -