ওভাল টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের ‘বাজ়বল’ কৌশল শুরুতে ভারতীয় বোলারদের চাপে ফেললেও, শেষ পর্যন্ত মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন। দু’জনেই চারটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ভারতের ২২৪ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয় ২৪৭ রানে। ক্রিস ওকস ব্যাট করতে নামতেই পারেননি।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতের স্কোর ৭৫/২, লিড ৫২ রানের। তবে দুই ওপেনারের উইকেট হারানোয় পুরোপুরি স্বস্তি নেই। ইংল্যান্ড ফিল্ডিংয়ে বেশ কিছু সুযোগ নষ্ট করে—যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনের ক্যাচ ফেলেন ফিল্ডাররা।দিনের শেষ মুহূর্তে আলো কমে আসায় আম্পায়ারেরা ইংল্যান্ড অধিনায়ক অলি পোপকে জানান, বাকি ওভারগুলো স্পিনারদের দিয়ে করানো যেতে পারে। কিন্তু পোপ রাজি না হওয়ায় নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যায়। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ম্যাচ চার দিনের বেশি চলার সম্ভাবনা খুবই কম।

