প্রাক্তন রুশ প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের ‘উস্কানিমূলক’ মন্তব্যের জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানান, রাশিয়ার কাছাকাছি আমেরিকার দু’টি পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করা হয়েছে।মেদভেদেভ সম্প্রতি সতর্ক করেছিলেন যে, যাঁদের ‘মৃত’ বলা হচ্ছে তাঁদের কাছ থেকে আসা বিপদকে অবহেলা করা উচিত হবে না। এর আগে ‘শুল্ক যুদ্ধ’ ও অর্থনীতি নিয়ে দুই নেতার মধ্যে তীব্র বাকযুদ্ধ চলে। ভারত ও রাশিয়ার অর্থনীতিকে ‘মৃত’ বলে কটাক্ষ করেন ট্রাম্প। পাশাপাশি মেদভেদেভকে ‘ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট’ হিসেবেও আক্রমণ করেন তিনি।

