20 C
Agartala

উত্তর ভারতের টানা বৃষ্টিতে নদীর জল বিপদসীমার কাছাকাছি, আতঙ্কে নীচু এলাকার বাসিন্দারা

Published:

দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও উত্তরাখণ্ডে টানা কয়েক দিনের বৃষ্টিতে নদীগুলির জলস্তর দ্রুত বাড়ছে। কোথাও কোথাও বিপদসীমা ছাড়িয়ে লোকালয়ে জল ঢুকে পড়েছে। নীচু এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।দিল্লিতে যমুনার জল বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। স্থানীয়রা জানাচ্ছেন, প্রতি মুহূর্তে জলের স্তর বাড়ছে, ফলে আতঙ্কও বাড়ছে। পরিস্থিতির উপর স্থানীয় প্রশাসন ও সেচ দফতর নজর রাখছে।২০২৩ সালের জুলাই মাসে যমুনা নদীর জল লোকালয়ে ঢুকে পড়ে যমুনা বাজার, রাজঘাট, সিভিল লাইন্স সহ একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। এ বছর এখনও সেই পরিস্থিতি না হলেও, ওই সব এলাকার বাসিন্দারা সতর্ক অবস্থায় রয়েছেন।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -