চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হওয়া গৃহশিক্ষককে জামিন দিল বম্বে হাই কোর্ট। ২০১৭ সালের ১৫ মার্চের ওই ঘটনায় উপযুক্ত প্রমাণের অভাব ও নির্যাতিতার বয়ানে অসঙ্গতি থাকার কথা উল্লেখ করেছে আদালত।আদালতের পর্যবেক্ষণ, শিশুটিকে পুলিশের কাছে কী বলতে হবে তা তাঁর মা শিখিয়ে দিয়ে থাকতে পারেন। পরবর্তী শুনানিতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বিচারপতি।অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন গৃহশিক্ষক ছাত্রীর পড়ার সময় তাঁকে একটি ঘরে ডেকে বই পড়তে দেন, পরে তাঁর বুকে হাত দেন। ভয়ে ছাত্রী পাশের ঘরে গিয়ে বসে, যেখানে গৃহশিক্ষকের স্ত্রী আরেকটি ক্লাস নিচ্ছিলেন।

