দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। সরকারি সূত্রে খবর, এই বৈঠকে মাওবাদী দমন অভিযানের অগ্রগতি এবং উপদ্রুত এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।উল্লেখযোগ্যভাবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছর ঘোষণা করেছিলেন যে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে ‘মাওবাদী মুক্ত’ করা হবে। ২০১৬ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ১০টি রাজ্যের মোট ১০৬টি জেলা ‘মাওবাদী প্রভাবিত’ বলে চিহ্নিত করেছিল, যার মধ্যে সাতটি রাজ্যের ৩৫টি জেলা ‘অতি প্রভাবিত’ হিসেবে তালিকাভুক্ত হয়। গত বছরের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশের ৩৮টি জেলায় এখনও সক্রিয় রয়েছে মাওবাদীরা।

