ক্যানসার এখনও এক গভীর গোলকধাঁধা। শরীরের বিভিন্ন অংশের ক্যানসারের চরিত্র আলাদা, তাই চিকিৎসা ও রোগ শনাক্তকরণের পদ্ধতিও আলাদা। সমস্যাটি হলো—সাধারণ মানুষের পক্ষে ক্যানসারের প্রাথমিক লক্ষণ বোঝা প্রায় অসম্ভব।উদাহরণস্বরূপ, দিনের পর দিন গ্যাসের ব্যথা, ঋতুস্রাবের সময়ে অস্বাভাবিক রক্তপাত, বা তলপেটে অসহ্য যন্ত্রণা—এসবকে সাধারণ সমস্যা ভেবে অনেকেই দোকান থেকে ব্যথানাশক ওষুধ খেয়ে নেন। তাতে সাময়িক আরাম মিললেও রোগ সারেনা। চিকিৎসকের কাছে পৌঁছনো হয় তখনই, যখন ক্যানসার শরীরের বহু জায়গায় ছড়িয়ে পড়ে।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিছু ক্যানসারের লক্ষণ এতটাই সাধারণ যে রোগীরা গুরুত্বই দেন না। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দুটি হল—
- ওভারিয়ান (ডিম্বাশয়ের ক্যানসার)
- এন্ডোমেট্রিয়াল (জরায়ুর ক্যানসার)
- এই দুই ক্যানসারের প্রকোপ সাম্প্রতিক কালে দ্রুত বেড়েছে। এর মূল কারণ রোগ সম্পর্কে অজ্ঞতা এবং সঠিক সময়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করা। চিকিৎসকদের পরামর্শ, এমন সাধারণ সমস্যাকেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানোই একমাত্র উপায়।

