20 C
Agartala

পা ঢাকা জুতো নিয়মিত পরছেন? সাবধান করলেন চিকিৎসকেরা

Published:

প্রতিদিন বাইরে বেরনোর সময় অনেকে পা ঢাকা জুতো ব্যবহার করেন — কেউ পরেন চামড়ার জুতো, কেউ বা স্নিকার্স। কিন্তু চিকিৎসকদের মতে, দীর্ঘদিন এই ধরনের জুতো নিয়মিত ব্যবহার করলে পায়ের নানা ধরনের স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।চর্মরোগ বিশেষজ্ঞদের একাংশের মতে, পা ঢাকা জুতো পায়ে ঘাম তৈরি করে, যার ফলে ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ে। অনেক সময় এই সংক্রমণ থেকে ব্যথা, চুলকানি, দুর্গন্ধ এমনকি ফাঙ্গাল ইনফেকশন পর্যন্ত হতে পারে।বিশেষত বর্ষাকালে, জুতো ভিজে গেলে সমস্যা আরও বাড়ে। আর্দ্র পরিবেশে দীর্ঘক্ষণ পা আটকে থাকলে পায়ের ত্বকে ফাটল ও ছত্রাক সংক্রমণের প্রবণতা বৃদ্ধি পায়।চিকিৎসকের পরামর্শ:—-1.প্রতিদিন একই জুতো না পরা 2.সম্ভব হলে দিনে অন্তত কিছু সময় খোলা পায়ের স্যান্ডেল ব্যবহার করা 3.
পা পরিষ্কার ও শুকনো রাখা 4. মোজা প্রতিদিন বদলানো ও সুতির মোজা ব্যবহার করা——-চিকিৎসকেরা আরও বলেন, যাঁদের ডায়াবেটিস রয়েছে, তাঁদের ক্ষেত্রে পায়ের সংক্রমণ আরও মারাত্মক রূপ নিতে পারে। তাই নিয়মিত সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -