20 C
Agartala

কৈলাশহরের চিরাকুটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! TSR জওয়ানসহ নিহত ৪

Published:

ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহরের চিরাকুটি এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। গভীর রাতে, কুমারঘাট থেকে আসা একটি দ্রুতগতির ইনোভা গাড়ি দাঁড়িয়ে থাকা পুলিশের কমান্ডার গাড়িতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ৪ জন প্রাণ হারান, যাঁদের মধ্যে রয়েছেন ইনোভা গাড়ির চালক, দুই যাত্রী এবং কর্তব্যরত এক TSR জওয়ান।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে রাত আনুমানিক ১২টা নাগাদ। ইনোভা গাড়িটি অসম্ভব দ্রুতগতিতে এগিয়ে এসে সোজা ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা পুলিশ গাড়িতে, যা টহলদার TSR বাহিনীর ব্যবহৃত ছিল।সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ইনোভা গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। পরে এক TSR জওয়ানের মৃত্যু নিশ্চিত করা হয়। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী TSR জওয়ানের মৃত্যুকে কেন্দ্র করে শোকস্তব্ধ রাজ্য পুলিশ মহল।ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -