20 C
Agartala

জিবি হাসপাতালের ডাক্তারদের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী“কনফিডেন্স না থাকলে রোগীদের আস্থা আসবে কীভাবে?”

Published:

রাজধানীর প্রজ্ঞাভবনে রাজ্যভিত্তিক এক প্রশিক্ষণ অনুষ্ঠানে জিবি হাসপাতালের ডাক্তারদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।তিনি বলেন, ২৫০ কোটি টাকা খরচ করে সুপার স্পেশালিটি হাসপাতাল করা হয়েছে। তবুও রোগীদের বাইরে যেতে হচ্ছে। কখনো কখনো সুপার স্পেশালিস্টরাই বলছেন বাইরে যাওয়ার জন্যে। ডাক্তারদের নিজের উপর যদি কনফিডেন্স না থাকে, রোগীদের কনফিডেন্স আসবে কীভাবে?”মুখ্যমন্ত্রী জানান, কিছু ডাক্তার ও স্বাস্থ্যকর্মী হাসপাতালে দায়িত্ব ঠিকমতো পালন না করে ব্যক্তিগত ক্লিনিকে বেশি সময় দিচ্ছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি সতর্ক করে দেন—২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। ক্লিনিকে যদি একজন লোক দিয়ে সব কাজ করানো যায়, তবে হাসপাতালে একাধিক সহকারী থাকার পরও কাজ সঠিকভাবে হচ্ছে না কেন?”

advertisement

পরবর্তী খবর

- Advertisement -