ত্রিপুরা টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে তাঁর সরকারি বাসভবনে এক সাক্ষাতে মিলিত হন। এই সাক্ষাৎ পর্বে রাজ্যের চা শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।মুখ্যমন্ত্রী প্রতিনিধি দলকে অবগত করেন, রাজ্য সরকার ইতিমধ্যেই চা শিল্পের টেকসই ও বিস্তৃত উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। চা উৎপাদনের আধুনিকীকরণ, বিপণন ক্ষেত্রের প্রসার এবং চাষিদের সহায়তা সংক্রান্ত বিষয়গুলির উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।প্রতিনিধি দল তাঁদের অভিজ্ঞতার ভিত্তিতে শিল্পের অগ্রগতিতে সম্ভাব্য চ্যালেঞ্জ ও উন্নয়নমূলক প্রস্তাব তুলে ধরেন। মুখ্যমন্ত্রী তাঁদের মতামত গুরুত্বের সঙ্গে শোনেন এবং জানান যে, সরকার চা শিল্পকে রাজ্যের অন্যতম সম্ভাবনাময় কৃষি ভিত্তিক শিল্প হিসেবে বিবেচনা করছে, এবং তার পূর্ণ উদ্যমে সহযোগিতা অব্যাহত থাকবে।এই সাক্ষাতের মাধ্যমে সরকার ও চা শিল্পের প্রতিনিধিদের মধ্যে এক ফলপ্রসূ সংলাপের সূচনা হল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

