20 C
Agartala

বন্যায় বিধ্বস্ত বেজিং, ঘরছাড়া ৮০ হাজারেরও বেশি মানুষ, মৃত অন্তত ৩৮

Published:

চিনের রাজধানী বেজিং ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। কয়েক দশকে এমন পরিস্থিতি দেখা যায়নি বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রবল বৃষ্টিপাতে বেজিং সহ আশপাশের অঞ্চল জলের তলায়। এখন পর্যন্ত অন্তত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।নিচু এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ৮০ হাজারেরও বেশি মানুষকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা বেজিংয়ের মিয়ুন ও ইয়াংকিং জেলা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশপাশের প্রায় ১৩০টিরও বেশি গ্রাম।চিন সরকার ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং বন্যা মোকাবিলার জন্য প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে ইতোমধ্যেই ৫৫০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৭৬.৭ মিলিয়ন ডলার) তহবিল বরাদ্দ করা হয়েছে। বিশেষ জোর দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট ও বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারে।বন্যার কারণে আগামী কয়েকদিনে আরও দুর্ভোগের আশঙ্কা করছেন স্থানীয়রা, যদিও সরকার আশ্বাস দিয়েছে দ্রুত পুনর্বাসন ও পুনর্গঠনের।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -