20 C
Agartala

রংপুরে ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা: সনাতন সম্প্রদায়ের বাড়িতে হামলা, সেনা মোতায়েন

Published:

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি গ্রামে সম্প্রদায়ভিত্তিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, এক কিশোর ফেসবুকে নবী মোহাম্মদ (সা.)-কে অবমাননা করে পোস্ট দেওয়ার পর স্থানীয় সনাতন সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালানো হয়।অভিযুক্ত কিশোরটি স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।যদিও প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে, স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষজনের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবি, বেশ কিছু বাড়ি আংশিক বা সম্পূর্ণ ভাঙচুর করা হয়েছে, লুট হয়েছে ঘরের জিনিসপত্র ও গয়না।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -