ভারত-পাকিস্তান সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার দেঘওয়ার সেক্টরে বুধবার সকালে দুই সন্দেহভাজন ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা চালালে সেনার সঙ্গে তাদের গুলির লড়াই হয়।সেনাবাহিনীর ‘হোয়াইট নাইট কর্পস’ সূত্রে জানা গেছে, সীমান্তের কাঁটাতারের কাছে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে। তাদের থামাতে গেলে তারা আচমকা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। সংঘর্ষে দুই অনুপ্রবেশকারী নিহত হয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিবশক্তি’।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিহত দু’জন পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) থেকে এসেছিল। তাদের কাছ থেকে কোনও বৈধ নথি মেলেনি।সেনার তরফে জানানো হয়েছে, অনুপ্রবেশের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। পুঞ্চ সেক্টরের বিস্তীর্ণ এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে, আরও কেউ লুকিয়ে রয়েছে কি না তা নিশ্চিত হতে।

