20 C
Agartala

আগস্টে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! রইল ছুটির পূর্ণ তালিকা

Published:


২০২৫ সালের অগাস্ট মাসে উৎসব, সাপ্তাহিক ছুটি ও আঞ্চলিক কারণে মোট ১৫ দিন দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। মাসের শুরুতেই রাখিবন্ধন, জন্মাষ্টমী, স্বাধীনতা দিবন, পার্সি নববর্ষ, গণেশ চতুর্থীর মতো একাধিক উৎসব থাকায় এই ছুটির সংখ্যা বেশি বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।তবে মনে রাখতে হবে, RBI-এর ছুটির ক্যালেন্ডার অঞ্চলভিত্তিক। অর্থাৎ সব ছুটি সমস্ত রাজ্যে প্রযোজ্য নয়। তাই নিজ নিজ রাজ্যের ছুটির দিন অনুযায়ী আগেভাগে ব্যাঙ্কিং কাজ সেরে ফেলাই বুদ্ধিমানের কাজ।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -