20 C
Agartala

আমেরিকার ২৫% শুল্ক আরোপ: দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভারত সরকার, জানাল বাণিজ্য মন্ত্রক

Published:

ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে আমেরিকা। এই ঘটনার প্রেক্ষিতে এবার সরকারি প্রতিক্রিয়া জানাল নয়াদিল্লি। এক বিবৃতি জারি করে ভারতের বাণিজ্য মন্ত্রক জানায়, এই শুল্ক আরোপের ফলে ভারতের রফতানিতে কী প্রভাব পড়তে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।বিবৃতিতে বলা হয়েছে, “ভারত সরকার দেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকার এই শুল্ক আরোপের প্রভাব বিশ্লেষণ করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”বিশেষজ্ঞদের মতে, এই অতিরিক্ত শুল্ক ভারতের কিছু রফতানিযোগ্য পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানকে প্রভাবিত করতে পারে। তবে সরকার এখনই প্রতিক্রিয়া না দেখিয়ে বিষয়টি সংবেদনশীলভাবে পর্যালোচনা করছে।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বৈদেশিক বাণিজ্য নিয়ে ভারত-আমেরিকা সম্পর্ক বেশ কিছু ক্ষেত্রে জটিলতার মুখে পড়েছে। এই শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত সেই প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -