20 C
Agartala

ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত বেজিং, মৃত অন্তত ৩০; সরানো হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ

Published:

কয়েক দিনের প্রবল বর্ষণে চিনের রাজধানী বেজিং কার্যত বিপর্যস্ত। সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইম্‌স’ জানিয়েছে, এখন পর্যন্ত বৃষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। নিরাপত্তার কারণে প্রায় ৮০ হাজার বাসিন্দাকে বেজিংয়ের নিচু এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ুন এবং ইয়াংকিং জেলা, যেখানে ব্যাপক জলজট ও ধসের ঘটনা ঘটেছে। চিনের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত বুধবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বেজিংয়ে মোট ১৬৫.৯ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। শুধু মিয়ুন জেলার দু’টি স্থানে ৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।সোমবার রাত ১০টা থেকে ১১টা (স্থানীয় সময়) মধ্যে বেজিংয়ের বহু এলাকায় ৯৫.৩ মিমি বৃষ্টি হয়, যা দৈনন্দিন জনজীবনকে একেবারে স্তব্ধ করে দেয়। ইতিমধ্যেই শহরের একাধিক রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে, এবং বহু এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের সংকট তৈরি হয়েছে।
চিনের আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও বেজিং এবং সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশাসনের তরফে জরুরি সতর্কতা জারি করা হয়েছে, এবং উদ্ধারকার্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী (EMT), সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের মোতায়েন করা হয়েছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -