20 C
Agartala

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে জ্বলে উঠলেন ওয়াশিংটন, কিন্তু বাবার ক্ষোভ: “একটা ম্যাচেই বাদ!”

Published:

ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে দুর্দান্ত ব্যাটিং এবং গুরুত্বপূর্ণ উইকেট—দু’দিকেই নজর কাড়লেন ওয়াশিংটন সুন্দর। ২০৬ বল খেলে ১০১ রানের লড়াকু ইনিংস ভারতকে হার থেকে বাঁচিয়ে ড্র এনে দেয়। সেই সঙ্গে ইংল্যান্ডের সবচেয়ে বিপজ্জনক পার্টনারশিপ—অলি পোপ ও জো রুটের ১৪৪ রানের জুটিও ভেঙেছেন তিনি।তবে এই সাফল্যের পরও সন্তুষ্ট নন ওয়াশিংটনের বাবা এম সুন্দর। তাঁর মতে, ধারাবাহিকভাবে ভাল খেলেও ওয়াশিংটন বার বার দল নির্বাচনে উপেক্ষিত। এমনকি নাম না করেই গম্ভীর-গিলদের দল নির্বাচনী ভূমিকা নিয়েও তোপ দেগেছেন তিনি। ভারতীয় ক্রিকেটে প্রতিভার যেমন অভাব নেই, তেমনই প্রতিদ্বন্দ্বিতাও তীব্র। তার মধ্যেও ওয়াশিংটনের মতো অলরাউন্ডারদের সুযোগ পাওয়া আর ধরে রাখা যেন একটা কঠিন লড়াই হয়ে দাঁড়িয়েছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -