20 C
Agartala

ভিসার ক্লিয়ারেন্স পেলে ১৭ আগস্ট উমাকান্ত ময়দানে দেখা যাবে ঘানার ফুটবলার সুলে মাসুকে।

Published:

রাজ্যে এবার ই প্রথম আসার কথা রয়েছে ঘানার এক ফুটবলারের। তার নাম সুলে মাসো। আগামী সতেরো আগস্ট সন্ধ্যা ছয়টায় টি এফ এ পরিচালিত লিজেন্ডারি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলতে সুলে মাসুর রাজ্যে আসার কথা রয়েছে। । ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে বহু বছর খেলেছেন ঘানার এই ফুটবলার। এবার আগরতলার উমাকান্ত ময়দানে ঘানার এই ফুটবলারকে দেখতে পাবেন হয়তো রাজ্যের ফুটবল প্রেমীরা। প্রাপ্ত খবর, ইস্টবেঙ্গল ক্লাবের এই প্রাক্তন ফুটবলার ভিসার জন্য এপ্লাই করেছেন।যদি তার ভিসা ক্লিয়ার হয়ে যায় তবে উমাকান্ত ময়দানে অবশ্যই তাকে দেখতে পাবেন রাজ্যের জনগণ। তার পজিশন ময়দানে সেন্টার ব্যাক । আবার কখনো রাইট ব্যক ও খেলেছেন। শুধু ইস্টবেঙ্গল ক্লাব নয়, এয়ার ইন্ডিয়া, এফিনিয়া ইউনাইটেড এফসি, তোলজ্ঞ আগরমানি, মহামেডান এফ সি র হয়ে ও খেলেছেন ঘানার এই ফুটবলার। ১৯৭৯ সালের ৬ মে ঘানাতে জন্মগ্রহণ করেন সুলে মাসু। ১৯৯৮ থেকে ২০০৪ সাল ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলেছেন সূলে মাসু। ঘানার এই ফুটবলারকে দেখতে ব্যাপক ভিড় হবে হয়তো উমাকান্ত ময়দানে। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে দাপিয়ে খেলেছেন তিনি। এবার আবার আগরতলার উমাকান্ত ময়দানে ইস্টবেঙ্গল বনাম মোহন বাগানের প্রাক্তনীদের ম্যাচে খেলতে দেখা যাবে হয়তো ঘানার এই ফুটবলারকে। সবটাই এখন নির্ভর করছে সুলে মাসুর ভিসার উপর।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -