উমাকান্ত ময়দানে বিরল দৃশ্য। ব্লাকমাউথ ক্লাব বনাম এগিয়ে চলো সংঘের ম্যাচে আহত হলেন এগিয়ে চলো সংঘের গোলরক্ষক অমিত জমাতিয়া। সতীর্থ ফুটবলারের আহত হবার পর ব্লা মাউথ ক্লাবের ফুটবলার সহ সদস্যদের সহযোগিতা দেখে মাঠে উপস্থিত প্রত্যেকেই খুবই খুশি হলেন। কেননা একটা দলের গোলরক্ষক আহত হবার পর বিপক্ষ দলের এই ধরনের সহযোগিতা খুবই ভালো লাগলো মাঠে উপস্থিত প্রত্যেকের। তাই তো বলে রাজনীতির ঊর্ধ্বে ময়দান। টি এফ এর প্রতিনিধিদের ভূমিকা ও ছিল এই মুহূর্তে অনস্বীকার্য।

