20 C
Agartala

ম্যাঞ্চেস্টারে নৈতিক জয় ভারতের, ড্র-র প্রস্তাব ফিরিয়ে দিলেন জাডেজারা

Published:

১৩৮ ওভারে ভারতের স্কোর ৩৮৬/৪। ক্রিজে ওয়াশিংটন সুন্দর (৮০) এবং রবীন্দ্র জাডেজা (৮৯)। ম্যাচে তখনও বাকি প্রায় দেড় ঘণ্টা। ঠিক সেই সময়ই এক নজিরবিহীন ঘটনা ঘটল। হঠাৎই ভারতের দুই ব্যাটারের দিকে এগিয়ে এলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। হাত মেলিয়ে ড্র করার প্রস্তাব দিলেন। কিন্তু ভারতের তরফে সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয় সম্মানের সঙ্গে। জাডেজা এবং সুন্দর স্পষ্ট জানান, তাঁরা আরও ব্যাট করতে চান।আম্পায়াররাও প্রতিপক্ষের সম্মতি না মেলায় খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পুরো ঘটনার সময়সীমা মাত্র তিন মিনিট হলেও, এর প্রভাব দীর্ঘস্থায়ী। সেই মুহূর্তেই যেন নির্ধারিত হয়ে গেল, ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ভারতের মনোবল এবং মানসিকতা জয়ী।চতুর্থ দিনের শুরুতে যেখানে ভারত ছিল পরাজয়ের মুখে, সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে পঞ্চম দিনে মাথা উঁচু করে মাঠ ছাড়ল টিম ইন্ডিয়া। জাডেজা-সুন্দর জুটি শুধু স্কোরবোর্ডই সমৃদ্ধ করেননি, তাঁরা দেখিয়ে দিয়েছেন — হারার আগে হার মানা নয়।ম্যাচ শেষে প্রাক্তন কোচ এবং বর্তমানে ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলেন,
“এটা নৈতিক জয়। খেলার ফলাফল ড্র হলেও, ভারতের এই মানসিকতা জয় করেছে সকলের হৃদয়।”

ভারতের এই লড়াই, আত্মবিশ্বাস এবং খেলার প্রতি নিষ্ঠাই প্রমাণ করে দিল — ক্রিকেট কেবল ব্যাট-বলের খেলা নয়, এটি একটি চরিত্রের লড়াই।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -