20 C
Agartala

“বিজেপির অন্দরে সিপিএম!” — আশারামবাড়ি মন কি বাত অনুষ্ঠানে হামলার পর মন্তব্য প্রদ্যুৎ কিশোর দেববর্মনের

Published:

আশারামবাড়ি এলাকায় আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি । অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন আচমকা হামলা চালানো হয় বিজেপির কর্মী ও নেতাদের উপর। ঘটনায় বহু বিজেপি নেতা ও কর্মী আহত হয়েছেন। এমনকি বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে খবর।এই হামলার পিছনে রয়েছে বিজেপির শরিক দল তিপ্রা মথা-র কিছু কর্মী অভিযোগ । যদিও তিপ্রা মথা এখনো দায় স্বীকার করেনি,দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই ঘটনার ঠিক পরেই সামাজিক মাধ্যমে প্রদ্যুৎ বলেন:”বিজেপির অন্দরে এখন সিপিএম নেতারা ঢুকে পড়েছেন। তিপ্রা মথার নেতা একদিকে নিজ দলের বিরুদ্ধে ওঠা অভিযোগকে এড়িয়ে গেলেও! বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা করেছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -