দেশের অর্থনীতি ধুঁকছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমেছে ন্যূনতম পর্যায়ে — এমন পরিস্থিতিতেই বড়সড় বিমান চুক্তিতে গেল ইউনূস সরকার। আমেরিকার বোয়িং কোম্পানি থেকে মোট ২৫টি যাত্রীবাহী বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তির আনুমানিক মূল্য প্রায় ৮৫ হাজার কোটি টাকা, যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক।বিশেষজ্ঞ মহলের প্রশ্ন — দেশের অভ্যন্তরীণ সংকট ও বৈদেশিক ঋণের চাপ সামলাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে সরকারকে, সেখানে এত বড় বহুজাতিক চুক্তি কিসের ইঙ্গিত দিচ্ছে?

