মাত্রই রানওয়ে ছেড়ে উড়তে শুরু করেছিল বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি। ঠিক তখনই দেখা দেয় প্রযুক্তিগত বিপর্যয়। হঠাৎ করেই বিমানের একাংশে আগুন ধরে যায় এবং ধোঁয়ায় ঢেকে যায় গোটা কেবিন। আতঙ্কিত যাত্রীদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। শেষপর্যন্ত কেবিন ক্রু এবং পাইলটদের দ্রুত সিদ্ধান্ত এবং আপৎকালীন ব্যবস্থার কারণে প্রাণে রক্ষা পান বিমানে থাকা ১৭৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য।এই ভয়াবহ ঘটনা ঘটেছে আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে। আমেরিকান এয়ারলাইন্স ৩০২৩-নাম্বার ফ্লাইটটি যাচ্ছিল মায়ামি। উড়ানের কিছু সময় আগে বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা ধরা পড়ে। তা কাটিয়ে উঠতে গিয়ে হঠাৎ বিমানের নিচের অংশে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গেই চালু হয় আপৎকালীন অবতরণের প্রক্রিয়া। যাত্রীরা আতঙ্কে বিমানের ইমার্জেন্সি এক্সিট ডোর খুলে লাফিয়ে নামতে শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় ডেনভারের দমকল বিভাগ, যারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।ঘটনাস্থলের ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (ভিডিয়োগুলোর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই হয়নি)। তাতে দেখা যাচ্ছে, বিমানের বাঁ দিকের পিছনের অংশ থেকে ঘন কালো ধোঁয়া নির্গত হচ্ছে এবং যাত্রীরা দ্রুত নিচে নামছেন।ডেনভার ফায়ার সার্ভিস পরে এক বিবৃতিতে জানায়, আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানটি এখন পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থগিত রাখা হয়েছে।

