মালদ্বীপের রাজধানী মালেতে শুক্রবার এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল দুই দেশের কূটনীতি। মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ়্জ়ু, যিনি দু’বছর আগে নির্বাচনের সময় ‘ভারতের সামরিক প্রভাব খর্ব করা’-র প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে গেলেন নতুন প্রতিরক্ষা দফতরের সদর দফতর উদ্বোধনে।২০২৩ সালে নির্বাচনী প্রচারে মুইজ়্জ়ু সরাসরি ভারতকে নিশানা করে বলেছিলেন, তাঁর জয় হলে দেশের ভূখণ্ডে থাকা ভারতীয় সেনাদের দেশে ফিরিয়ে পাঠানো হবে। জয়লাভের পর সেই অবস্থান থেকেই ভারতীয় সামরিক উপস্থিতির বিরোধিতা করেন তিনি এবং প্রশিক্ষণ সহযোগিতায় থাকা সেনা সদস্যদের ফিরে যাওয়ার নির্দেশও দেন। এই অবস্থানে মলদ্বীপ-ভারত সম্পর্ক কিছুটা টানাপড়েনের মধ্যেই পড়ে।তবে শুক্রবারের ঘটনা এক নতুন বার্তা দিল বলেই মত আন্তর্জাতিক কূটনৈতিক মহলের। মোদীর সফর এবং যৌথভাবে প্রতিরক্ষা সদর দফতর উদ্বোধন দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

