20 C
Agartala

রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে চূড়ান্ত অপমান টিসি এর, অজান্তে মুখ্যমন্ত্রী

Published:

রাজ্য ক্রিকেট সংস্থার আজীবন সদস্য হলেন ত্রিপুরা রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। বিষয়টা নিয়ে গোটা রাজ্যের ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা আলাদা প্রশ্ন উঠতে শুরু করলো। তিনি তো বর্তমানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী। আর রাজ্য ক্রিকেট সংস্থা বিসিসি আই এর অন্তর্ভুক্ত হলেও রাজ্যের ক্রিকেটের মাঝখানে কিন্তু এই সংস্থার অবস্থান। ত্রিপুরা রাজ্যের ক্রীড়া মন্ত্রী এমনিতেই রাজ্য ক্রিকেট সংস্থার আজীবন সদস্য হতে পারেন। হয়তো এর থেকে আরো বড় কোন যদি পদ থাকে সাংবিধানিকভাবে টি সি এর সংবিধানে ,সেই অনুযায়ী তিনি সেই পদের অধিকারী হতে পারেন। এর জন্য রাজ্য ক্রিকেট সংস্থা উনাকে আমন্ত্রণ জানাতে পারে। এইসব বিষয়ে না গিয়ে নিয়ম-কানুন না দেখে, বাকি পাঁচটা লোকের মত রাজ্যের ক্রীড়া মন্ত্রী ও হয়ে গেলেন টিসি এর আজীবন সদস্য। এই বিষয়টা রাজ্যের ক্রিকেটপ্রেমীদের চোখে বড়ই খটকালো।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -