রাজ্যে প্রদেশ বিজেপির সভাপতি কে হবেন, তা নিয়ে দীর্ঘ একমাস ধরে চলছে জল্পনা। এর মধ্যে বেশ কয়েকজন হেভি ওয়েট ব্যক্তিদের নাম ঘোরাফেরা করছে। তবে দিল্লি সূত্রের খবর,আগামী মঙ্গলবার ঘোষণা হবে প্রদেশ বিজেপির সভাপতির নাম খবর এমনটাই। রাজ্যে প্রদেশ বিজেপির সভাপতি পদে একটাই নাম, তাপস ভট্টাচার্য। এই নামে নাকি পড়ে গেছে দিল্লির সিলমোহর। কেন্দ্রীয় বাজপা কমিটির একদমই সুনজরে রয়েছেন তাপস ভট্টাচার্য একই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অত্যন্ত কাছের লোক তিনি। সব কিছু মিলিয়ে এখন প্রদেশ বিজেপির সভাপতি পদে তাপস ভট্টাচার্যের নামে আগামী মঙ্গলবার রাজ্যে অফিসিয়ালিভাবে ঘোষিত হবে বলে খবর। সিল মোহর তো পড়ে গেছে।এখন শুধু ঘোষণার অপেক্ষা মাত্র।

