প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা নিয়ে কটাক্ষ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা মানিক সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,“কে-ই বা শোনে মন কি বাত? ওরা নিজেদের কথা নিজেরাই শোনে!”তিনি কেন্দ্রীয় সরকারের একমুখী প্রচার ও সাধারণ মানুষের বাস্তব সমস্যার প্রতি উদাসীনতার অভিযোগ তুলেছেন । তাঁর মতে, “মন কি বাত” আসলে একতরফা বক্তৃতা — যেখানে জনগণের সমস্যা নয়, শাসকের মনোভাবই গুরুত্ব পায়।এই বক্তব্য ঘিরে রাজ্যে রাজনৈতিক চাপানউতোর তীব্র হতে পারে বলেই মনে করা হচ্ছে।

