নিজের ছেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। বিশালগড় অফিসটিলা এলাকার নতুন টাউন হলে আয়োজিত হয় একটি মেগা স্বাস্থ্য শিবির, যেখানে শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষার সুবিধা গ্রহণ করেন।
শিবিরের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা শাসক ড. সিদ্ধার্থ শিব জাসওয়াল, বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, বিশিষ্ট চিকিৎসক ড. প্রদীপ ভৌমিক, সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও আধিকারিক। গাছের চারায় জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এই স্বাস্থ্য শিবিরে নাক-কান-গলা, মেডিসিন, অর্থোপেডিকস, শিশু রোগ ইত্যাদি বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।শিবিরে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বহু মানুষই বিধায়কের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘‘এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি সমাজে একটি ইতিবাচক বার্তা দেয়।’’

