22 C
Agartala

২০ বছর পর ফের মাথাচাড়া দিচ্ছে চিকুনগুনিয়া, হু-র সতর্কবার্তা: বিপদের মুখে ৫৬০ কোটি মানুষ

Published:

ডেঙ্গি যখন দেশজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন সেই আড়ালে নীরবে ফিরে আসছে আরেক মশাবাহিত ভাইরাস — চিকুনগুনিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সম্প্রতি জানিয়েছে, এই ভাইরাসের আশঙ্কায় বর্তমানে ৫৬০ কোটি মানুষ রয়েছে বিশ্বজুড়ে।বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গির মতোই চিকুনগুনিয়াও ছড়ায় এডিস মশার কামড়ে। যদিও এটি প্রাণঘাতী নয়, তবে সংক্রমণের পরে গাঁটের ব্যথা, শরীরের যন্ত্রণা ও চলাচলে অসুবিধা—এমনকি মাসের পর মাস রোগী ভুগতে পারেন এই জ্বরে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -