20 C
Agartala

ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত: বছরে ৩,৪০০ কোটি ডলারের বাণিজ্যিক সম্পর্কের দিগন্ত

Published:

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষর করল ব্রিটেন। বৃহস্পতিবার লন্ডনে যৌথ সাংবাদিক সম্মেলনে এই ঐতিহাসিক ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।চুক্তি অনুযায়ী, দুই দেশের মধ্যে বছরে ৩,৪০০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পাদিত হবে বলে আশা করা হচ্ছে। ব্রিটেন ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর এই চুক্তিটি হল তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক উদ্যোগ।দীর্ঘ আলোচনার পর চলতি বছরের ৬ মে চুক্তির মূল শর্তাবলী চূড়ান্ত করা হয়। আর প্রধানমন্ত্রী মোদীর চলমান ব্রিটেন সফরের সময় বৃহস্পতিবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তি দুই দেশের মধ্যে পণ্য ও পরিষেবা বিনিময় সহজতর করবে, রফতানি-বাণিজ্য বৃদ্ধি পাবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।ভারত-ব্রিটেন সম্পর্কের ইতিহাসে এটিকে একটি মাইলফলক বলেই মনে করা হচ্ছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -