20 C
Agartala

ধর্মীয় পর্যটনের বিকাশে রাজ্যে প্রায় সাড়ে ৩২ কোটি টাকার দুটি নতুন প্রকল্পের সূচনা

Published:

ত্রিপুরা রাজ্যে ধর্মীয় পর্যটনের পরিকাঠামো উন্নয়নে আরও দুইটি বৃহৎ প্রকল্প গ্রহণ করল রাজ্য সরকার। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (ADB) অর্থায়নে প্রায় ৩২.৫ কোটি টাকার এই দুই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় শুক্রবার কসবেশ্বরী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে।উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেব। অন্যদিকে, চতুর্দশ দেবতা মন্দির থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন বিধায়ক রতন চক্রবর্তী।পর্যটন মন্ত্রী জানান, কসবেশ্বরী মন্দিরে প্রায় ১৮.৩ কোটি টাকা এবং চতুর্দশ দেবতা মন্দিরে প্রায় ১৩.৬ কোটি টাকা ব্যয়ে আধুনিক পরিকাঠামো নির্মাণ, দর্শনার্থীদের সুবিধার্থে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সংস্কারমূলক কাজ করা হবে। উভয় প্রকল্পেই থাকবে সৌন্দর্যায়ন, আলোকসজ্জা, পরিদর্শন কেন্দ্র, নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত পরিকাঠামো।তিনি আরও বলেন, “এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের ধর্মীয় ও সংস্কৃতিগত ঐতিহ্য নতুনভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে তুলে ধরা সম্ভব হবে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -